• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাবমেরিন কেবলে বিদ্যুতের আলোয় আলোকিত শরীয়তপুর

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ আওতায় এলো শরীয়তপুরে পদ্মাপাড়ের তিনটি ইউনিয়ন। এতে করে প্রথম বারের মতো বিদ্যুতের আলো পেলেন প্রায় ৭২ হাজার মানুষ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে পানিসম্পদ উপমন্ত্রী পদ্মা চরের নড়িয়া উপজেলার নওপাড়া, চরআত্রা ও কাছিপুর এলাকায় বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন। পানি সম্পদ উপমন্ত্রী জানান, নৌ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতার কারণেই পদ্মা নদীর নিচ থেকে বিদ্যুৎ লাইন আনা সম্ভব হয়েছে।

দেশের ইতিহাসে দ্বিতীয় বারের মতো এই চর এলাকায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মা নদীর নিচ থেকে বিদ্যুতের লাইন আনা হয়েছে। পুরো কাজটি করতে ৮০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এদিকে সকাল থেকে বিদ্যুৎ পাওয়ার আনন্দে মাতোয়ারা ওই তিন ইউনিয়নের হাজারো মানুষ। নেচে গেয়ে আনন্দ মিছিলের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। বিদ্যুৎ পাওয়ার মধ্য দিয়ে এই এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও বাড়বে বলেও মনে করেন গ্রামবাসী।

আজকের খুলনা
আজকের খুলনা