• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরায় ১৫ চোরাচালানির আত্মসমর্পণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারে আত্মসমর্পণ করেছেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাচালানি। তারা দীর্ঘদিন সীমান্তে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন।

শনিবার পুলিশের আহবানে সদর থানা চত্বরে এসে আত্মসমর্পণ করেন এসব চোরাচালানি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আত্মসমর্পণের পর পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গীকার করেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আত্মসমর্পণকারীরা হলেন- গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন, শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন, আজিজ ও আজিজার রহমান।

আজকের খুলনা
আজকের খুলনা