• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরায় ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

সাতক্ষীরায় ঈদের পর থেকে প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে এসেছে আরো ১৪ রোগী। এ নিয়ে সাতক্ষীরায় এপর্যন্ত মোট ২৭৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।

এরমধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৫৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ১৯০ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ২৮ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ঈদের পর থেকে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখা বেশি। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী জনসচেতনতামূলক প্রচারাভিযান চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা