• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরায় আইসোলেশনে ভর্তি যুবক করোনোয় আক্রান্ত নন

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া যুবকের শরীরে করোনো ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তাকে আইসোলেশন থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাওয়া রিপোর্টে করোনো ভাইরাসের অস্তিত্ব না মেলায় তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, পেশায় এনজিও কর্মী ওই যুবক আগের চেয়ে সুস্থ আছেন। গত সোমবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে  নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। যার রিপোর্টে করোনো ভাইরাস নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ওই যুবক বেসরকারি সংস্থা সুশীলনে কর্মরত আছেন। তার আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল।

আজকের খুলনা
আজকের খুলনা