• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরা সীমান্ত চেকপোস্টে ৩ সপ্তাহে ৬৩৯ মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্ত চেক পোস্টে গত ২৩ দিনে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে গত তিন সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়কালে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, যশোরের শার্শা থেকে করোনা আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর সাতক্ষীরায় আসার ঘটনাকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেয় সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসন। সেই পদক্ষেপের অংশ হিসেবে জেলার সকল প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়। এই চেকপোস্টে সাতক্ষীরা থেকে বাইরের জেলায় যাওয়া বা আসা বন্ধ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ইতোমধ্যে জেলার প্রবেশদ্বার তালা উপজেলার সুভাষিনী এলাকায় পুলিশি চেকপোস্টে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে কর্মরত এক ডাক্তারসহ কমপক্ষে ৭-৮ জন সরকারি-বেসরকারি প্রতিষ্টানে কর্মরতদের খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে গতিরোধ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রতিদিন খুলনা থেকে সাতক্ষীরায় কর্মস্থলে আসেন তারা। পরে তাদের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তারা যাতে আর এভাবে না আসেন সে জন্য তাদের শপথ করানো হয়েছে।  এরপর তাদেরকে ফেরত পাঠানো হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা