• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাগরদ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান বুলবুলের

আজকের খুলনা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

কিছুক্ষণেই মধ্যেই উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ভয়াবহ বুলবুল। কলকাতা থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান ১৮৫ কিলোমিটার দূরে।

বুলবুলের দাপটে ইতিমধ্যেই বিপর্যস্ত সুন্দরবনের ঝড়খালি। রাত ৮ থেকে ১১টার মধ্যে আছড়ে পড়বে বুলবুল।

হিঙ্গলগঙ্গে উত্তাল হয়ে উঠেছে ইছামতী নদী। সুনসান হিঙ্গলগঞ্জ সেতু। পাড়ে কোনও নৌকা বাঁধা দেখতে পাওয়া যাচ্ছে না।   উপকূল এলাকা থেকে ৮৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

ভারতের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যা ৬টা থেকে উপকূলে হাওয়ার দাপট বাড়বে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা