• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাকিব নিষিদ্ধের প্রতিবাদে রাবি শিক্ষার্থীরা সড়কে

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীরা।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নেয়। সাকিবকে নিষিদ্ধের ঘটনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়ী করে তারা অবিলম্বে তার প্রত্যাহার দাবি করেন।

বিক্ষোভের একপর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাকিব বিশ্বের নম্বার ওয়ান অলরাউন্ডার। তাই তাকে দমিয়ে রাখার জন্য নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা কখনও মেনে নেওয়া হবে না। ক্রিকেট বোর্ডকে দলীয়করণ ও অপরাজনীতি মুক্ত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো- সাকিবের প্রতি ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ক্রিকেট বোর্ড সভাপতিকে অবিলম্বে প্রত্যাহার করা এবং বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

প্রসঙ্গত, এক ভারতীয় জুয়ারীর দেয়া ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসির অ্যান্টি দুর্নীতি ইউনিটকে (এসিইউ) না জানানোয় সাকিবকে দুই বছরের জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। এতে বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমী ও সাকিবভক্তদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আজকের খুলনা
আজকের খুলনা