• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

নওগাঁয় হাসকিং চাল কলে চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- আরজী-নওগাঁ লাটাপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে মাহাবুব আলম রানা (২৮) ও বীনা পানি মোড়ের মৃত অমল কুমার রায়ের ছেলে অরুপ রতন রায় (২৬)।

স্থানীয়রা জানান, সদর উপজেলার সাহারা চাল কল ও তিন ভাই ট্রেডার্স হাসকিং চাল কল মালিকের কাছ থেকে রানা ও  রতন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদের চালকল বন্ধ করে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হয়। স্থানীয় জনতা ও মিল মালিকদের সন্দেহ হলে তারা ওই দুই তরুণকে ধরে ইউপি সদস্য দুলালের মাধ্যমে থানায় পুলিশ হেফাজতে পাঠান।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রানা নিজেকে মানবাধিকার কর্মী ও তালাশ টিমের সদস্য পরিচয় দিয়ে জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ প্রায় ৫টি মামলা রয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় সাহারা চাল কলের মালিক হারুন অর রশিদ ফিরোজ বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেছেন। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আজকের খুলনা
আজকের খুলনা