• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সহিংসতার নির্দেশ তারেকের, নাকচ করে দিলেন নেতারা

আজকের খুলনা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

খালেদা জিয়ার জামিন বাতিলের পর তারেক জিয়া সহিংস আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিলেও তা অমান্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরবর্তী করণীয় নিয়ে বৃহষ্পতিবার রাতে জরুরী বৈঠক বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ভিডিও কলের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন লন্ডনে পলাতক দলেরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারেক রহমান নেতাদের ওপর চাপ সৃষ্টি করেন সহিংস আন্দোলন গড়ে তোলার জন্য। লাগাতার হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার নির্দেশ দেন তিনি। প্রয়োজনে ভাঙ্গচুর, অগ্নিসংযোগের মত ঘটনা ঘটিয়ে সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বনের কথাও বলেন তিনি।

তবে নেতারা এসময় সরাসরি তার নির্দেশ উপেক্ষা করে বলেন, এ মুহুর্তে ওই ধরণের আন্দোলক করার সক্ষমতা বিএনপির নেই। এধরণের কর্মসূচি দিলে জনগণের সমর্থন পাওয়া যাবে না। তাছাড়া এমনিতেই দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। নতুন করে মামলার ঝামেলায় জড়িয়ে লাভ নেই। দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে জানান, আইনী লড়াই করে খালেদা জিয়াকে কারাগার থেকে বের করতে হবে। আন্দোলন করে কোনো লাভ হবে না।

নেতাদের এমন ধরণের কথা শুনে তারেক রহমান ক্ষুব্ধ হয়ে ভিডিও কলের সংযোগ কেটে দেন। পরে বেশ কিছু সময় নেতারা অপেক্ষা করে নিজেরাই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক নেতা আব্দুল হাইসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (১৫ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ মিছিল করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা