• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লীগে খেলে ফাতির রেকর্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

এবার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বার্সেলোনার ওয়ান্ডার কিড আনুস ফাতি। মাত্র ১৬ বছর ৩১৮ দিন বয়সে গতকাল মঙ্গলবার ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেই এ ইতিহাস গড়েন ফাতি। তার আগে এত কম বয়সে কেউ চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করেনি। 

জানা গেছে, এতদিন ফাতির এই রেকর্ডটি ছিল পিটার অফোরি-ক্যুয়ের। তিনি খেলেছিলেন ১৭ বছর ১৯৫ দিন বয়সে। তাঁর আগে কোভাসিস ১৭ বছর ২১৫ দিনে, বোয়ান ক্রিক ১৭ বছর ২১৭ দিন বয়সে চ্যাম্পিয়নস লীগে অংশ নিয়েছিলেন।

এর আগে সবচেয়ে কম বয়সে লা লিগায় দলের হয়ে গোল করে  বার্সেলোনার ইতিহাসে রেকর্ড গড়েন আনুস ফাতি। গত ৩১ অগাষ্ট লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। আর এই ম্যাচেই মাত্র ১৬ বছর বয়সেই গোল করে দলকে সমতায় ফেরান ফাতি। তার আগে সবচেয়ে কম বয়সে গোল করেছিলেন বোজান কিরকিচে।

আজকের খুলনা
আজকের খুলনা