• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সম্প্রতি মৃত কারো দেহে করোনা পাওয়া যায়নি

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেও পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফ্লোরা বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর কারণ নিয়ে কিছুটা গুঞ্জন উঠেছিল। আমরা মৃত ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করছি। তবে এখন পর্যন্ত মৃত কারো শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। 

সংবাদ সম্মেলনে ফ্লোরা আরও জানান, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন।

গেল ২৪ ঘণ্টায় মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা শেষে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব বিভাগের হটলাইনে ফোন এসেছিল মোট ৩ হাজার ৬৩৭টি।
 

আজকের খুলনা
আজকের খুলনা