• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সমন্বিত ভর্তি পরীক্ষা ইস্যুতে ফের ভিসিদের ডাকল ইউজিসি

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আবারও বৈঠকে ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  দেশের বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন সিদ্ধান্তে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ হোঁচট খাওয়ার প্রেক্ষাপটে নতুন করে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। 

আজ বিকাল ৩টায় ইউজিসি মিলনায়তনে এই বৈঠক হবে বলে কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর জানিয়েছেন। তিনি বলছেন, ‘এই বৈঠক থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে ধারণা পাওয়া যাবে।’

গত ১১ ফেব্রুয়ারি সব ভিসির সাথে বৈঠক করেই ইউজিসি এবার থেকেই সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।

এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর আগে ইউজিসির পক্ষ থেকে জানানোও হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটও এতে ‘রাজি’ হয়েছে। কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
 
এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইউজিসির মধ্যেই।

আজকের খুলনা
আজকের খুলনা