• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সবার আগে ২০২১ সালকে স্বাগত জানাল সামোয়া দ্বীপপুঞ্জ

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

বিশ্বে সবার আগে ইংরেজি ২০২১ সালকে স্বাগত জানিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপপুঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, গ্রিনিচ মান সময় ১০টায় রাজধানী শহর আপিয়াতে আতশবাজি রোশনাইতে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানায় দেশটি। 

সামোয়া সরকারের ফেসবুক পেজে দেশটির প্রধানমন্ত্রী তুলিয়েপা আইয়োনো সাইলিলি মালিয়েলেগায়োই ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় টোঙ্গা ও কিরিবাতিও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হয়েছে। সামোয়া ও কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত।

যদিও এক সময় কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ।

তবে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্ব-পূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে এবং সামোয়ার সঙ্গেই ইংরেজি নববর্ষকে বরণ করে নেয়।

আজকের খুলনা
আজকের খুলনা