• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সব ধরনের রোগের চিকিৎসা দিচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

আজকের খুলনা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

সেবা না দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপিএমসিএ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে 'বিনা চিকিৎসার ফাঁদ' বন্ধ করতে সব ধরনের রোগের চিকিৎসা দিতে শুরু করেছে সব বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। সচল রয়েছে অন্যান্য বেসরকারি হাসপাতালও। ঢাকার কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সুরক্ষা সরঞ্জাম পরে রোগী দেখছেন চিকিৎসকরা। জ্বর, ঠান্ডা কিংবা শ্বাসকষ্টের রোগীদের জন্য করা হয়েছে 'আইসোলেশন ওয়ার্ড'। তবে রোগী-খরায় ভুগছে সব হাসপাতালই।

বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সব চিকিৎসকই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই পরে রোগী দেখছেন। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট থাকা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। কর্মকর্তারা বলছেন, কেবল করোনা আক্রান্ত হলেই রোগীকে সরকার নির্ধারিত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।  এছাড়া অন্য সব রোগের চিকিৎসা স্বাভাবিক রয়েছে।  

পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল কো-অর্ডিনেটর ডা. ইশতিয়াক সাজ্জাদুর রহমান বলেন, আজকেও আমাদের হাসপাতালে জ্বরে আক্রান্ত একজন বয়স্ক লোক ভর্তি হয়েছেন। ইচ্ছা করলেই উনাকে আইসোলেশনে রেফার্ড করে দেয়া যেত। বয়স্কদের জ্বর ঠান্ডা লেগেই থাকে, তাই আতংকিত হওয়া যাবে না। আমরা আমাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।

গ্রিন লাইফ হাসপাতালের মানবসম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ সোহরাব আলী বলেন, আমরা ২৪ ঘণ্টাই জরুরি বিভাগ খোলা রেখেছি। সেখানে সব ধরণের রোগীই দেখা হচ্ছে।

করোনার প্রভাবে রোগী-খরায় ভুগছে সব বেসরকারি হাসপাতাল। এতে আর্থিক ক্ষতিতে পড়েছে কোনো কোনো প্রতিষ্ঠান, যার প্রভাব পড়ছে জনবলের ওপরও।

ল্যাবএইড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর খান মোহাম্মদ আসাদুল্লা হেল গালিব বলেন, আমরা কাউকে বাধ্যতামূলক কোন ছুটি দেইনি।এছাড়া আমরা আমাদের কর্মীদের বেতনও কম দিয়েছে, এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা মার্চ মাসের বেতনের অর্ধেক ২০/২২ তারিখের মধ্যে দিয়েছি। 

২৪ ঘণ্টা সেবা না দিলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন- বিপিএমসিএ'র সাধারণ সম্পাদক ও ত্রাণ প্রতিমন্ত্রী। পাশাপাশি রোগীরাও যাতে অভিযোগ দিতে পারে, সেই ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

বিপিএমসিএ সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আমরা কয়েকদিন কিছু অভিযোগ পেয়েছি যে রোগিদের সেবা দেয়া হচ্ছে না। আমরা এ জিনিসগুলো পর্যবেক্ষণ করছি। আমরা একটি কমিটি করেছি রোগীদের এসব অভিযোগের বিশয়ে পদক্ষেপ নিতে।

বর্তমানে করোনাভাইরাসের চিকিৎসার জন্য সাতটি সরকারি হাসপাতাল নির্ধারিত রয়েছে। সামনে সংক্রমণ বাড়লে কয়েকটি বেরসকারি মেডিক্যাল হাসপাতালও নির্ধারণ করার ঘোষণা দিয়েছে বিপিএমসিএ।

আজকের খুলনা
আজকের খুলনা