• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সন্তানসহ গৃহবধূ অপহরণের ঘটনায় গ্রেফতার ১

আজকের খুলনা

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

জেলার ডুমুরিয়ায় সন্তানসহ পিয়া বেগম (২৮) নামের এক নারী অপহরণের শিকার হয়েছেন। দীর্ঘ ১৬ দিনেও তাদের কোন সন্ধান না মেলার পর চার জন প্রতিবেশীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী ব্যবসায়ী আজহারুল ইসলাম (৩৮)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আমাসীসহ বাকিদের কোন খোঁজ মিলছে না। 

মামলার আসামীরা হলেন, মো: আলশাহরিয়ার সাকিব শেখ (২০), তার পিতা শাহজান শেখ (৪৮), তার চাচা শেখ আলমগীর কবির (৪২) ও তার মা মোসা: আনোয়াররা বেগম (৪০) সহ অজ্ঞাত দুই বা তিনজন। এর মধ্যে শেখ আলমগীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছে। আসামীরা সকলে ডুমুরিয়া উপজেলার আরাজী সাজিয়াড়া গ্রামের বাসিন্দা ও অপহৃত নারীর প্রতিবেশী।

মামলার এজহার সূত্রে জানা যায়,  গত ১৮ ফেব্রুয়ারি সকালে পৌঁনে ৯ টায় তার স্ত্রী পিয়া বেগম একমাত্র কন্যা আস্থা খাতুনকে নিয়ে বাড়ির পাশে স্কুলের উদ্দেশ্যে যায়। দুপুর সাড়ে বারোটার দিকে স্কুল থেকে ফেরার সময় তার স্ত্রী ও কন্যাকে মামলায় উল্লেখিত আসামীরা অপহরণ করে নিয়ে যায়। যে ঘটনাটি পথচারীরা দেখেছে।

আজহারুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী সন্ত্যানকে নিয়ে স্কুলে যাওয়ার সময় সাকিব শেখ প্রায় উত্যক্ত করতো। আমি কয়েকবার তার পরিবারকে বিষয়টি অবহিত করলেও কোন সুফল হয়নি। পক্ষান্তরে সে আরো বেশি করে উত্যক্ত করতে শুরু করে। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তারা লাভবান হওয়ার আশায় আমার সন্তান ও স্ত্রীকে অপহরণ করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার স্ত্রী অন্যান্ত পর্দাশীল। তাকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে। আমি আমার স্ত্রী ও সন্তানের জীবন নিয়ে শঙ্কায় আছি।’

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘এঘটনায় গত ৪ মার্চ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।’

আজকের খুলনা
আজকের খুলনা