• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সঠিক পদক্ষেপের অভাবে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

মানবসৃষ্ট  নানা কারণ ও সঠিক পদক্ষেপের অভাবে দক্ষিণাঞ্চলের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী।পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনায় মরা নদীতে প্রাণ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড।

খুলনার এক সময়কার খরস্রোতা নদী ভদ্রা। নাব্য সংকটে এক সময় অস্তিত্ব সংকটে পড়ে নদীটি। ভদ্রা নদীর প্রাণ ফেরাতে তা খনন করে পানি উন্নয়ন বোর্ড। খননের পর নদীটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সুফল পাচ্ছেন এলাকাবাসী।

শুধু ভদ্রা নদী নয়। খননের কারণে সচল হয়েছে খুলনার সালতা নদীতেও। আর ভরাট হয়ে যাওয়া বিভিন্ন নদী ও খালের খননের উদ্যোগ নেয়ার আহ্বান জনপ্রতিনিধিদের। খুলনার ডুমুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম বলেন, 'যেহেতু প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন নদী খননের, সেই নদী খননের উদ্যোগ হিসেবে হাঙ্গুরা নদীটি যদি পুন: খনন করা হয় তবে ডুমুরিয়াবাসী উপকৃত হবে।'নদী ঘিরে গড়ে উঠেছে সভ্যতা । অথচ ব্যক্তিগতভাবে লাভবান হতে দখল করে ক্ষতি করা হচ্ছে নদীর।

এ প্রসঙ্গে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান বলেন, 'নদীগুলো পানির আধার যদি নদীগুলো ধ্বংস হয়ে যায় তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে।'

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই অঞ্চলের নদী খাল খননের উদ্যোগ নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড । খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, 'অবৈধ দখলদালদের তালিকা করা হচ্ছে। সেই সঙ্গে অবৈধ দখল মুক্ত করে যেন খনন কাজ শুরু করতে পারি সেই লক্ষে প্রস্তাবন প্রেরণ করা হচ্ছে।'

সরকারের নানামুখী পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলের নদী প্রাণ ফিরে পাবে-এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।

আজকের খুলনা
আজকের খুলনা