• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সচিবালয় কর্মচারীর বাড়ি থেকে ৫ বস্তা গাঁজা উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আলী আকবর শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ বস্তা গাঁজাসহ (১০৬ কেজি) নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। আটক শাহানাজ বেগম আলী আকবরের স্ত্রী। আলী আকবর সচিবালয়ে কর্মরত।

আজ শুক্রবার দুপুরে শাহানাজের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। র‌্যাবের অভিযানে জব্দকৃত গাঁজা এ যাবত কালের সবচেয়ে বড় চালান বলে প্রেসবিফ্রিংয়ে দাবি করা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরে প্রেসব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় আকবরের ঘরে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহানাজ বেগমকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শাহানাজের ঘরের পাশের মাটির নিচে রাখা গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আনোয়ারুল ইসলাম আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় শাহানাজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা