• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

শ্রমিকের পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতনের মামলায় আটক ১

আজকের খুলনা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

দিঘলিয়া উপজেলার সেনহাটি সাগর জুট মিলের শ্রমিক মো. আশরাফ আলীর পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক মো. আকিদুল ইসলাম ওই এলাকার মো. ইমদাদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ই জানুয়ারি দিঘলিয়া উপজেলার সেনহাটি সাগর জুট মিলের শ্রমিক মো. আশরাফ আলীকে পায়ুপথে মিলের ময়লা পরিস্কার করার হাওয়া মেশিনের নল মলদ্বারা ঢুকিয়ে নির্যাতন করা হয়। এসময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সাগর মিলের ডা. দিনেশ চন্দ্র বেপারী এর নিকট প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মলদ্বারা অপারেশন করা হয়। এ ঘটনায় অসুস্থ শ্রমিকের পিতা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ২ জনকে আসামী করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০৬।

পুলিশ আরও জানায়, গতকাল সোমবার এসআই জুলিহাস ও এএসআই বিপেন চাদ অধিকারী (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন। বাকীজনকে গ্রেফতারের জন্য জোর তৎপর চলছে। গ্রেফতারকৃত আকিদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা