• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শৌচালয়ে বরের সেলফি

আজকের খুলনা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

হবু স্বামীর বাড়ির শৌচালয় দেখাতে পারলেই পুরস্কার হিসেবে কনে পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার ৯৮২ টাকা। ভারতের মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ/নিকাহ এই নিয়ম চালু করা হয়েছে। আর তাই বিয়ের আগে ছবির ফটোশুটে শৌচালয়ে বরের সেলফির ছবি যেন রীতিমতো অবধারিত হয়ে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদন থেকে জানা যায়, কনে’কে প্রমাণ স্বরূপ দেখাতে হবে তার হবু বরের বাড়িতে শৌচালয় রয়েছে। তবেই এই প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য আবেদন করা যাবে আর কনে পেয়ে যাবেন পাক্কা ৫১০০০ রুপি। সেই কারণেই এমন আজব পদ্ধতির প্রচলন!

কেননা বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি যাচাই করা সরকারি কর্মকর্তাদের পক্ষে সম্ভব নয়, তাছাড়া বেশ বিব্রতকরও বটে। তাই চালু হয়েছে #SelfieStandingInToilet। শুধু গ্রামাঞ্চলেই নয়, এই একই নিয়ম প্রযোজ্য ভোপালের পুরসভা এলাকাতেও।

ভোপালের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত এক গণবিবাহের ৭৪ জন হবু বরের মধ্যে সমীর (ছদ্মনাম) একজন। ভোপালের জাহাঙ্গিরাবাদের বাসিন্দা সমীর  বললেন, ‘ভাবুন, বিয়ের সার্টিফিকেটের সঙ্গে জোড়া থাকবে শৌচালয়ে বরের ছবি। আমাকে বলা হয়েছিল, এই ছবি না-দিলে কাজি নিকাহ করাবেন না।’

তবে সমাজকল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জেএন কানসোটিয়ার দাবি, ‘এতে খারাপ কিছু নেই। তবে এটি আরও ভালো কিছু করা যেত।’

আজকের খুলনা
আজকের খুলনা