• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শৈলকুপায় বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হয় হাজারো গ্রামবাসী

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

ঝিনাইদহের শৈলকূপায় কুমার নদে একটি বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে দু’পাড়ের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসী। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে একটি ব্রিজ নির্মাণের জন্য দাবি করা হলেও পূরণ করা হয়নি। আর এতে দুর্ভোগের শিকার হচ্ছে দু'পাড়ের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের শৈলকূপার ওপর দিয়ে বয়ে গেছে কুমার নদ। নদীর উত্তরে এবং দক্ষিণে প্রায় ৫০টি গ্রাম রয়েছে। নাব্যতা সংকটের কারণে নদীটি ইতিমধ্যে তার যৌবন হারিয়েছে। বর্তমানে পানি কম থাকার কারণে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার দু'পাড়ের মানুষ। 

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী আমার কাছে ব্রিজের জন্য আবেদন করেনি। তবে বিষয়টি আমি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা