• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

শেষ জীবন ও আমল ভালো হওয়ার দোয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

জীবনের শেষ আমল ভালো হোক কে না চায়? সবাই চায় জীবনের শেষ কথা, কাজ এবং মৃত্যুর সময়টি ভালো হোক। এ সৌভাগ্য লাভে জীবনভর আল্লাহর কাছে একটি দোয়া বেশি বেশি করা জরুরি। কেননা শেষ কথা-কাজ যদি ভালো হয় তবে সে ব্যক্তি মহান রবের কাছে সফলকাম হিসেবে উপস্থিত হবে।

এ কারণেই জীবনের শেষ কথা ও আমল এবং মৃত্যুর সময়টি যেন ভালো হয়; সে লক্ষ্যে আল্লাহর সাহায্য লাভে সবসময় মুমিন মুসলমানের এভাবে দোয়া করা জরুরি। তাহলো-

اَللَّهُمَّ اجْعَلْ خَيْرَ عُمُرِىْ اَخِرَهُ وَ خَيْرَ عَمَلِىْ خَوَاتِيْمَهُ وَاخْعَلْ خَيْرَ اَيَّامِىْ يَوْمَ اَلْقَاكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআল খাইরা উমুরি আখিরাহু ওয়া খাইরা আমালি খাওয়াতিমাহু ওয়াঝআল খাইরা আইয়্যামি ইয়াওমা আলক্বাকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমার জীবনের শেষ অংশই যেন সর্বোত্তম হয়। আমার শেষ আমলই যেন সর্বোত্তম হয় এবং তোমার সঙ্গে সাক্ষাতের দিনই যেন আমার সর্বোত্তম দিন হয়।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি মুহূর্তে শেষ জীবনের সব কল্যাণ লাভে বেশি বেশি সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

আজকের খুলনা
আজকের খুলনা