• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শেরপুরে লকডাউন উঠিয়ে নেওয়ার নির্দেশ

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিনের জ্বরে ভুগে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। করোনা সন্দেহে তাকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে দাফন করা হয়। পাশাপাশি মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। ফলাফল নেগেটিভ আসায় সংশ্লিষ্ট এলাকা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আইইডিসিআর থেকে প্রতিবেদন আসে। জেলার সিভিল সার্জন জানিয়েছেন, মৃত ওই ব্যক্তির রক্তে করোনাভাইরাস পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু।ইতিমধ্যে মৃত ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা থেকে লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহমা সারওয়ার সালাম জানিয়েছেন, মৃত ব্যক্তি ১০ বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর আগে জ্বর ছাড়া আর কোন উপসর্গ ছিল না।

আজকের খুলনা
আজকের খুলনা