• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিশুদের অধিকার নিশ্চিতে পালিত হচ্ছে শিশুকন্যা দিবস

আজকের খুলনা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস-২০১৯’। আজ দেশি-বিদেশি ১৯০টি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, এনজিওকর্মীরা সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। এরপর র‌্যালিসহকারে বাংলা একাডেমির দিকে রওনা হন তারা। এ সময় তাদের কণ্ঠে ‘১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়’, ‘শিশুকন্যার অধিকার নিশ্চিত করতে হবে’, ‘আমরা বাঁচার মতো বাঁচতে চাই’, ‘সমান অধিকার নিয়ে জন্ম হলেও কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’ এমন নানা স্লোগান উচ্চারিত হয়।

দিনটির তাৎপর্য তুলে ধরতে বাংলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর একটি এডুকোর ম্যানেজার ফরিদা ইয়াসমিন জানান, বিশ্বের শিশুদের অধিকার সর্ম্পকে সচেতন ও তাদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয়ে থাকে। বাংলাদেশের ১৯০টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশে দিনটির গুরুত্ব তুলে ধরতে গোলটেবিল আলোচনা, সমাবেশ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবার আন্তর্জাতিকভাবে ‘শিশুদের সকল ক্ষেত্রে সমান অধিকার’ প্রতিপাদ্যে দিনটি পালিত হলেও ‘কন্যাশিশুর অগ্রযাত্রা বাংলাদেশের নতুন মাত্রা’ প্রতিপাদ্যে বাংলাদেশে শিশুকন্যা দিবস পালিত হচ্ছে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৫০ শতাংশ শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা