• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিশু তুহিন-আলিফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন এবং টাঙ্গাইলের সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশু মেয়ে আলিফা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন।

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবুল, জাগো বাংলাদেশের মহাসচিব বাহারানে সুলতান বাহার, মো. মোস্তফা, শিক্ষক নেতা শামসুল আলম, অগ্রগামী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না। এসব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। তাই দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা