• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিরোমণি সিটি ফুড লিমিটেডের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯  

খুলনা মহানগরীর শিরোমণি সিটি ফুড লিমিটেডে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি গোডাউনের মধ্যে থাকা উৎপাদিত পণ্য প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকান্ডের পর দৌলতপুর ও খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফ্যাক্টরীর গোডাউনের মেশিন থেকে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিস জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ করে সিটি ফুডের গোডাউনের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ফ্যাক্টরীর কর্মচারীরা দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় খবর পেয়ে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের একটি এবং দৌলতপুর থানা ফায়ার সার্ভিসের দুটি মোট তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম মোড়ল জানান, সিমাই, সুজি, আটা ও ময়দা তৈরীর ফ্যাক্টরীর দুটি গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে । আগুনে গোডাউনে থাকা তৈরী পণ্য সামগ্রী সম্পুন্ন পুড়ে গেছে। দুটি গোডাউনের মধ্যে থাকা পণ্য সামগ্রী এবং দুটি মেশিনের ক্ষতি হয়েছে যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১০/১২ লক্ষ টাকা।

ফ্যাক্টরীর মালিক গৌরী সুন্দর মন্ডল জানিয়েছেন, ফ্যাক্টরীতে তেমন কোন ক্ষতি না হলেও ঈদে বাজার জাত করার জন্য দুটি গোডাউনে উৎপাদিত পণ্য সামগ্রী মজুত রাখা হয়েছিল যা আগামীকাল বাজারে ছাড়ার কথা ছিলো।

আজকের খুলনা
আজকের খুলনা