• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট: ফেরি পারাপারে লাগছে ২ ঘণ্টা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট। অনেকদিন ধরেই এ নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌরুটে চ্যানেল সরু থাকায় ফেরিগুলো একঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। দিনে ফেরি চালু থাকলেও রাতে বন্ধ থাকে। নির্দিষ্ট সময়ের বেশি লাগার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

আজ বেলা সাড়ে ১১টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, স্বাভাবিক সময়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে ফেরি দিয়ে পৌঁছাতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিটের মতো। কিন্তু বর্তমানে ২ ঘণ্টার বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ নাসির জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। বর্তমানে শিমুলিয়া ঘাটে ২ শতাধিক যাত্রীবাহী গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

লৌহজং টার্নিং পয়েন্টে চ্যানেল সরু হওয়ায় বেশি সময় নিয়ে ফেরি চলাচল করছে। এ পয়েন্টে দু’টি ফেরি একসঙ্গে চলাচল করতে পারে না। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না বলে জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা