• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষার্থীর মুখে থুথু নিক্ষেপকারী সেই শিক্ষক বরখাস্ত

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

শিক্ষার্থীর মুখে থুথু নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে এমন তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন। 

তিনি জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-৩(বি) অসদাচরণ অভিযোগ এবং একই বিধিমালার ১১(১) ধারা অনুযায়ী সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরো জানান, ওই শিক্ষক প্রতি কর্মদিবসে যথাযথ কর্তৃপক্ষের কাছে হাজিরা দেবেন। একই সঙ্গে খোরাকি ভাতা ভোগ করবেন। তবে শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থাকবেন।

জেলার ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদার গত ৯ ফেব্রুয়ারি রবিবার চতুর্থ শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার ও ফাতেমা বেগম নামে দুই ছাত্রীর গলা চেপে ধরে মুখে থুথু নিক্ষেপ করেন। এই ঘটনার প্রতিকার চেয়ে মো. মহিউদ্দিন নামে সংক্ষুব্ধ অভিভাবক ছাত্রী সাবিকুন নাহারের বাবা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারে বিরুদ্ধে শাস্তিমূলক এমন ব্যবস্থা নিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

আজকের খুলনা
আজকের খুলনা