• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষার্থীদের উদ্যোগে পোশাক পেলো ৫৬ দরিদ্র পরিবার

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

ঝালকাঠিতে ৫৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে পোশাক বিতরণ করেছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

আজ দুপুরে স্থানীয় মা ও শিশুবান্ধব সংস্থার সহযোগিতায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান ৫৬টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান, সাংবাদিক আল-আমিন তালুকদার, মা ও শিশুবান্ধব সংস্থার প্রতিনিধি সৈয়দ আলী আহসান প্রমুখ।

আয়োজকরা জানান, কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীরা হতদরিদ্রদের সহায়তার জন্য উদ্যোগী হয়ে গত এক মাস ধরে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বাড়তি পোশাক থেকে জামা, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের পোশাক সংগ্রহ করে। 

স্থানীয় মা ও শিশুবান্ধব সংস্থা ও কলেজের সহকারী অধ্যাপক শামীম আহসানের সহায়তায় আজ সংগ্রহকৃত পোশাকগুলো দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা