• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষামন্ত্রীর বাসভবনের পথে জাবি আন্দোলনকারীরা

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরে প্রায় ৭০ পাতার তথ্য-উপাত্ত তৈরি করেছেন আন্দোলনকারীরা।

এসব তথ্য-উপাত্ত নিয়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন। আজ শুক্রবার রাত ৯টায় তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, ভিসির নানা অনিয়ম নিয়ে ৬ পাতার অভিযোগপত্র এবং ৭০ পাতার তথ্য-উপাত্ত আমরা তৈরি করেছি। এসব নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে শিক্ষক অধ্যাপক তারেক রেজা ও খন্দকার হাসান মাহমুদ শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আলিম খানের কাছে জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এর আগে গত ৩ নভেম্বর জাবির চলমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠক করেছিলেন আন্দোলনকারীরা।

আজকের খুলনা
আজকের খুলনা