• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

খুলনা মেট্রোপলিটন এলাকায় ষোড়শ শিক্ষক নিবন্ধন (স্কুল ও কলেজ পর্যায়ে) পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রেপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার কতিপয় আদেশ ও নিষেধাজ্ঞা জারী করেছেন।

আগামী ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মহানগরীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রগুলোতে এ  নিষেধাজ্ঞাসমূহ জারী থাকবে।

কেএমপি সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একসাথে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কোন প্রকার লাউড স্পিকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।  

কেএমপি’র উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, কোন প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর স্কুল পর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় ১২টি কেন্দ্রে এবং ১৬ নভেম্বর কলেজ পর্যায়ে ১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজকের খুলনা
আজকের খুলনা