• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শক্তি বাড়ল ইয়েমেনের, ঘুরবে যুদ্ধের মোড়

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তি বেড়েছে ইয়েমেনের। এর ফলে সৌদি জোটের সঙ্গে চলমান যুদ্ধের মোড় ঘুরে যাবে বলে মনে করছেন ইমেয়েনিরা। ইয়েমেনে চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত এসব প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছেন।

নয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে 'সাকিব-১', 'সাকিব-২', 'সাকিব-৩' এবং 'ফাতির-১'। এসব ব্যবস্থা উদ্বোধনের পর মাহদি আল মাশাত বলেছেন, ইয়েমেনের বিশেষজ্ঞরা নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনি বাহিনীর শক্তি ও সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, হুথি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা শক্তি জোরদারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় খুব শিগগিরই জানানো হবে। সম্প্রতি ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থা সেদেশের জাওফ প্রদেশে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সূত্র: পার্সটুডে।

আজকের খুলনা
আজকের খুলনা