• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

লোকালয়ে মেছো বাঘ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

জঙ্গল থেকে লোকালয়ে মেছো বাঘ।

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের কমলপুর হাজিপাড়া সীমান্ত এলাকায় হঠাৎ করে একটি মেছো বাঘ ঢুকে পড়েছে। মেছো বাঘটিকে দেখতে এলাকায়  উৎসুক জনতা ভীড় করেছে। খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যায়। 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হাজিপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। এ সময় তিনি বাঘটিকে দেখে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা বাঘের কাছে আসলে বাঘটি বাঁশ ঝাড়ের একটি বাঁশের উপর উঠে যায়। বাঘটিকে দেখতে হাজার হাজার জনতা ভিড় করেছে।

সদর উপজেলা বন কর্মকর্তা এস এম রায়হান কবির জানান, উৎসুক এলাকাবাসীরা বাঘটিকে দেখতে প্রচুর ভিড় করে, এজন্য বাঘটি ভয় পাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি আমরা রাজশাহী বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আসলে বাঘটিকে উদ্ধার করা হবে। তবে এটি একটি বড় ধরনের মেছো বিড়াল বলে ধারণা করছি। 

চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাঘটিকে উদ্ধারের জন্য রাজশাহী বন বিভাগে খবর দেয়া হয়েছে, তারা এসে বাঘটিকে উদ্ধার করবে। তারা বলছে এটা বাঘ না এটি বিড়াল প্রজাতির একটি বড় প্রাণী। এটি মানুষের কোন ক্ষতি করে না, রাত হলেই চলে যায়। আমরা এটি উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। 

আজকের খুলনা
আজকের খুলনা