• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

লকডাউনে ঘরবন্দি মানুষ, উপকূলে ঘুরে বেড়াচ্ছে লক্ষাধিক কচ্ছপ

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন৷ পথে বের হচ্ছে না গাড়ি৷বন্ধ কল-কারখানা। বাতাসে কমেছে দূষণের পরিমাণ৷ একইসঙ্গে উপকূল গুলিতেও পর্যটকের দেখা নেই৷ করোনা আতঙ্কে সবাই আজ ঘরবন্দি৷ গোটা ভারত যখন ঘরবন্দি সেই সুযোগেই ওড়িশা উপকূলে ফের দেখা মিলল বিপন্ন প্রজাতির কয়েক লাখ কচ্ছপের৷

বিশেষজ্ঞদের আশা, সমুদ্রতট ফাঁকা থাকার সুবাদে মহানন্দে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপের দল। প্রজননেও বাধা নেই৷ এবছর শুধু উড়িষ্যা উপকূলেই নতুন করে কয়েক লাখ কচ্ছপের জন্ম হবে বলে মনে করছেন প্রাণিবিজ্ঞানীরা৷

এই মুহূর্তে গোটা বিশ্বে কার্যত লকডাউন। রাস্তায় গাড়ি নেই৷ ফলে ধীরে ধীরে যেন ফের সুস্থ হচ্ছে পৃথিবী৷ আর এই আবহেই উড়িষ্যার ঘাড়িমাথা এবং রুশিকুল্লা রুকারি উপকূলে দেখা মিলল ওলিভ রিলি নামে এক ধরনের বিপন্ন প্রজাতির কচ্ছপের৷ ৫ থেকে ৬ লাখেরও বেশি কচ্ছপের ভিড় সমুদ্রতটে৷

মানুষের হাতে শিকার হওয়ার কারণে উপকূল অঞ্চলে এদের আর দেখা মিলতো না৷ কিন্তু করোনা সংক্রমণের ভয়ে মানুষ এখন গৃহবন্দি৷ আর তাই বংশ বিস্তারের জন্য ফের একবার দেখা মিলেছে এই কচ্ছপের৷ যা দেখার পর আপ্লুত জীব বিজ্ঞানীরাও৷

প্রাণী বিজ্ঞানীদের মতে, শুধুমাত্র উড়িষ্যা উপকূলে নতুন পাঁচ থেকে ছয় লাখ কচ্ছপের জন্ম হতে পারে৷

ওলিভ রিলি প্রজাতির স্ত্রী কচ্ছপরা ডিম পাড়ার জন্য প্রতি বছর একই জায়গাতে ফিরে আসে৷ কিন্তু গত বছর উড়িষ্যার এই উপকূলগুলোতে এদের দেখা পাওয়া যায়নি৷

প্রাণি বিজ্ঞানীদের ধারণা, উপকূলে মানুষের উপস্থিতি এবং নোংরা আবর্জনার কারণেই গতবার দেখা পাওয়া যায়নি তাদের। এ বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ভাইরাসের মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন৷ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফাঁকা সমুদ্রতট গুলি৷ এই আবহেই সমুদ্র উপকূলে ফের দেখা মিলেছে অলিভ রিলি প্রজাতির কচ্ছপদের।

আজকের খুলনা
আজকের খুলনা