• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

লকডাউন পরিস্থিতিতে ৫ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনায় বিধ্বস্ত বিশ্ব। বাংলাদেশেও পড়েছে মারাত্মক ছোঁয়াচে এবং মরণঘাতি এই ভাইরাসের থাবা। করোনার প্রাদুর্ভাব রুখতে দেশের সব স্কুল-কলেজ, অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে। মানুষকে থাকতে বলা হয়েছে নিজ নিজ ঘরে। এই বন্দি দশায় চরম অনিশ্চয়তায় শ্রমজীবী মানুষ। খবার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটের শঙ্কটের শঙ্কায় দিন কাটছে তাদের। এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

করোনার কারণে ক্ষতিগ্রস্ত পাঁচ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেবে তারা। ৫০০ টন চাল-ডাল-লবণ-তেল কেনার কাজ শুরু করেছে সংগঠনটি। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

রোববার (২৯ মার্চ) বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা শাখা প্রধান সালমান খান ইয়াছিনের সঙ্গে কথা বহয় সময় নিউজের। লকডাউন অবস্থায় কেউ খাদ্য সংকটে ভুগলে বিদ্যানন্দ বা এক টাকার আহারের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক খাদ্য পৌঁছে দেওয়া হবে।

করোনায় মানুষের পাশে বিদ্যানন্দ

আজকের খুলনা
আজকের খুলনা