• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৬৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আরও উচ্চতর তদন্তের স্বার্থে কমিটিতে সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমারকে সভাপতি, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য সচিব, কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. একে এম জাকির হোসেনকে সদস্য করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ গত ১৬ ফেব্রুয়ারি র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।

আজকের খুলনা
আজকের খুলনা