• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রোহিঙ্গা গণহত্যা : আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ আজ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

দ্য হেগের আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার আদেশ আজ। মিয়ানমারের বিরুদ্ধে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার মামলায় আজ অন্তর্বর্তীকালীন আদেশ দেবে দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে। বাংলাদেশসহ বিশ্ব এখন এই আদেশের অপেক্ষায়। বৃহস্পতিবার, নেদারল্যান্ডসের সময় সকাল ১০টা, আর বাংলাদেশ সময় বিকেল তিনটায় রাখাইনে গণহত্যার অভিযোগে মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ দেবে আন্তর্জাতিক বিচার আদালত।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যাসহ সব ধরনের নিপীড়নের হাত থেকে সুরক্ষা দিতে অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে গত নভেম্বরে আইসিজেতে  মামলা করে গাম্বিয়া। এরই পথ ধরে গত ১০ই ডিসেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে তিনদিনের শুনানি হয়।

শুনানিতে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে সাফাই দিতে হাজির হয়ে শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি দাবি করেন, সন্ত্রাস মোকাবিলায় যেসব অপরাধ ঘটেছে, তাকে গণহত্যা বলা যায় না। আন্তর্জাতিক অঙ্গনে বিচার চললে রোহিঙ্গা পুনর্বাসন বাধাগ্রস্ত হবে বলেও হুমকি দেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকেই ইস্যুটি গণমাধ্যমে উঠে আসে এবং বিশ্বব্যাপী আলোচিত হতে থাকে।

আজকের খুলনা
আজকের খুলনা