• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রোনালদোকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ফুটবল বিশ্বেও। তাইতো বন্ধ রয়েছে সব ধরনের ফুটবল লিগ। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে জুভেন্টাসের মতো সেরা ক্লাবটিও। ক্লাবের আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে বেতন থেকে একটা বড় অংশ আগেই ছাড় দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু এর পরও একটা শঙ্কা উঁকি দিচ্ছে জুভেন্টাসভক্তদের মনে। কারণ রোনালদোর মতো দামি খেলোয়াড়ের ব্যয় বহন করা দলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি।

এ ব্যাপারে ইতালির 'ইল মেসাগেরো'র বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া জুভেন্টাস। আর এর প্রভাব পড়বে রোনালদোর বিশাল অঙ্কের বেতনেও। ২ বছর আগে তুরিনে আসা পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা ফুটবলারের বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো।

জানা গেছে, জুভেন্টাসের সঙ্গে আরো দুই বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। 

আরো জানা গেছে, ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসেন রোনালদো। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি বেতন পান ৫ লাখ পাউন্ড। আর বছরে প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড বেতন নেন সিআরসেভেন।

আজকের খুলনা
আজকের খুলনা