• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

র‌্যাব-৬ রূপসা থানার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শারমিন বেগম (২৬) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় বাগমারা বড় পুকুরের পূর্ব পাশে জনৈক মোস্তফার বাড়ীর সামনে থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর রূপসা থানা এলাকায় অপারেশন ডিউটি চলাকালীন র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্ব রূপসার বাগমারা বড় পুকুরের পূর্ব পাশে জনৈক মোস্তফার বাড়ীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম, (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রাত সাড়ে ১১টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শারমিন বেগমকে গ্রেফতার করে। এসময় অভিযান টের পেয়ে তার স্বামী মাঃ হাসান মোল্লা কৌশলে পালিয়ে যায়। উক্ত হাসান মোল্লা বাগেরহাট সদর থানার বৃষ্টিপুর গ্রামের মো. আব্দুল জলিল মোল্লার ছেলে।

র‌্যাব আরো জানায়, ধৃত আসামী ও তার স্বামী হাসান মোল্লা দীর্ঘদিন যাবৎ রূপসা থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে জানা যায়। এব্যাপারে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা