• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় সন্ত্রাসী হামলায় নিহত সংগ্রামের দাফন সম্পন্ন

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

রূপসায় সন্ত্রাসী হামলায় নিহত সারজিল রহমান সংগ্রামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পূর্ব রূপসা দারুস সালাম জামে মসজিদে নিহতের নামাজে জানাযা শেষে আল আকসা’র জান্নাতুল বাকি নামক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযা’র পূর্বে সংগ্রাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। জানাযা নামাজ পরিচালনা করেন আল আকসা দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান।

জানাযা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মডার্ণ ও ব্রাইট সী ফুডস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ রেজাউল হক, রূপসা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর শেখ, নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, সমাজ সেবক আলহাজ শাহাজান শেখ, আলহাজ মহিউদ্দীন শেখ, স.ম আইয়ুব আলী, আলহাজ নজরুল ইসলাম, মো. অকিল উদ্দীন, আলহাজ মো. সাখাওয়াত হোসেন, মো. তানশেন শেখ, আলহাজ মো. রফিকুল ইসলাম, আলহাজ আব্দুল হাই কচি, ইউপি সদস্য মো. ইলিয়াজ হোসেন, আমীর হোসেন, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান শেখ, ব্যবসায়ী আলহাজ রেজাউল ইসলাম, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, শিক্ষক মনতেজ আলী, হায়দার আলী, মাওলানা মমতাজুল ইসলাম, সেলিম মোল্লা, মো. মারুফ হোসেন বাবু, মো. মাসুম বিল্লাহ, মো. হাবিবুর রহমান, ওয়ায়েস কুরুনী বাবু, তারেক আজীজ, মো. অহিদুজ্জামান, হাফেজ আরাফাত হোসেন, হাকিম মো. আবুল বাশার, নাজমুল হুসাইন, ওষুধ ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, লাভলু শেখ, খায়রুল ইসলাম খোকন, ইনামুল হক মিলন, বোরহান উদ্দীন দুলাল, খন্দকার মোস্তাক আহমেদ, জুম্মান শেখ, আসাদুজ্জামান, শাহারুজ্জামান শাওন ও তৌহিদুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূর্ব রূপসাস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের পদ্মা আইস এন্ড কোল্ড স্টোরেজ এর সামনে একদল সন্ত্রাসীরা ব্রাইট সী ফুডস এর কম্পিউটার অপারেটর ও বাগমারা গ্রামের মো. মুজিবর রহমানের ছেলে মো. সারজিল রহমান সংগ্রামকে কুপিয়ে হত্যা করে।

আজকের খুলনা
আজকের খুলনা