• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় সংগ্রাম হত্যা মামলার আসামি বায়জিদ ৩দিনের রিমান্ডে

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

রূপসায় মাছ কোম্পানীর কর্মচারী মো. সারজিল রহমান সংগ্রাম (২৮)কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বায়জিদ সরদারের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী রিমান্ডের আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রায়জিদকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। নিহত সংগ্রাম বাগমারা গ্রামের শেখ মো. মুজিবর রহমানের ছেলে। সে স্থানীয় ব্রাইট সী ফুডস এ কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

গত ৮অক্টোবর এ মামলার প্রধান অভিযুক্ত রাহাত শিকদারসহ ৪জনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। তারা হলেন খুলনা থানাধিন টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার রাহাত শিকদার, আলমগীর মোল্লা ও বায়জিদ সরদার। এছাড়া এ মামলায় জড়িত আসামি সুমন মোল্লা এর আগেই আদালতে ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছে। জেলা ডিবি আলোচিত এ মামলায় কহিনুর বেগম ও আদম শেখ নামের আরও দু’জনকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পূর্ব রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের হিমায়ন বরফ কলের পাশে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সংগ্রামকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত সংগ্রামের মা মোসা. সাবিনা ইয়াসমিন মিলি বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-২১। এজাহারভুক্ত আসামিরা হলেন, খুলনা থানাধিন টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার আবুল শিকদারের ছেলে রাহাত শিকদার (২৫), আলমগীর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ওরফে গেদন সোহেল (২৫), রূপসার বাগমারা এলাকার মৃত. ইউনুচ শেখের ছেলে ইব্রাহিম শেখ (২৫), রূপসার গোয়ালবাথান এলাকার সেলিম শেখের ছেলে অমিত শেখ (২৫), নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার মোঃ সোবাহান হাওলাদারের ছেলে সাজু ওরফে সাধু (২৬) ও মহিরবাড়ি খালপাড় এলাকার গেদনপাড়ার সিরাজ (২৬)।

আজকের খুলনা
আজকের খুলনা