• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় লবণের মূল্য বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপসা উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তার এর নেতৃত্বে গতকাল সন্ধ্যা থেকে রূপসা উপজেলার বিভিন্ন স্থানে লবণের মূল্য বৃদ্ধির গুজবের ঘটনায় অভিযান পরিচালিত হয়। এসময় কাজদিয়া, ইলাইপুর ও পুর্ব রূপসা বাজারে অভিযান পরিচালনা করা হয়।  এছাড়া আইচগাতী ইউনিয়নের সেনের বাজার ও সিংহেরচর এলাকায় অবস্থিত আলী বাবা, পূরবী ও রমনা লবণ মিলে অভিযান চালানো হয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তার বলেন, রূপসায় অবস্থিত বিভিন্ন লবণ মিলে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে। যার কারনে সবাইকে গুজবে কান না দেওয়ার জন্য তিনি আহবান জানান। পাশাপাশি গুজবকে পুঁজি করে কেউ কোন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

আজকের খুলনা
আজকের খুলনা