• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা

আজকের খুলনা

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

মানব পাচার প্রতিরোধে-কাজ করি একসাথে শ্লোগানকে সামনে রেখে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্যের কার্যালয়ে ‘মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে টেকসই উদ্যোগ ও বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউএসএইড এবং উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়ন ও সহযোগিতায় অগ্রগতি সংস্থা এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা। ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মিতুলের সভাপতিত্বে ও সংস্থার এ্যাডভোকেসী অফিসার কৃষ্ণা সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, মো. জাকির হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য সুনীতি রায়, আলতাফ হোসেন, গৌতম পাল, আনোয়ার হোসেন, আশিষ হালদার, মকলেছুর রহমান, অনুপ বৈরাগী, সংস্থার পিয়ার লিডার সোহানা আক্তার প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা