• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জুলাই ২০১৯  

রূপসা উপজেলার নির্বাহী অফিসার পদন্নতি পেয়ে গোপালগঞ্জ জেলার এডিসি হওয়ায় তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান  ১০ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি, রূপসা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছুর রহমান। মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা। বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান, কাজী ইয়াহিয়া, আঃ মজিদ ফকির, বজলুর রশিদ আজাদ, মুনসুর আলী বিশ্বাস, রবিন্দ্রনাথ বিশ্বাস, সন্তোষ কুমার চিন্তাপাত্র, আঃ মালেক, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম শিকদার, ওলিয়ার রহমান জমাদ্দার, গোলাম মোস্তফা, অলোক বিশ্বাস, আলী আকবর, রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী, খান দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শহিদ জমাদ্দার, আয়ুব হোসেন, শাহজাহান হাওলাদার, জগলুল শিকদার প্রমুখ। অপরদিকে রূপসা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার, রূপসা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ ইলিয়াছুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় প্রেস ক্লাব ভবনে। ক্লাবের সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, পিআইও মোঃ আরিফ হোসেন, ইএএলজির জেলা সমন্নয়কারী ইকবাল হাসান।

ক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন সহ সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি এস এম মাহাবুবুর রহমান, রবিউল ইসলাম তোতা, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাঃ সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, হোসাইন আহম্মদ, তৌহিদুল ইসলাম কচি, হামিদুল হক, তরিকুল ইসলাম, চিত্ত রঞ্জন সেন, রেজাউল ইসলাম তুরান প্রমুখ। তাছাড়া নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল উদ্যোগে ইউএনও এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান দুপুর ১টায় স্কুল ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক রেহেনারা খাতুন। বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম. রুবাইয়াৎ আল আজাদ, সহকারী প্রধান শিক্ষক সনজীব সরকার, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, শিক্ষক তাপস ভট্টাচার্য্য, হযরত আলী, উত্তম কুমার চ্যাটার্জী, হাফিজুর রহমান, জামাল উদ্দিন, প্রবীর দেবনাথ, সরজীত মন্ডল, কমলেশ রায়, সৌমেন দেবনাথ, স্কুল ছাত্রী ঐন্দ্রিলা ভট্টাচার্য্য, ঐশি মনি, নিশাত জাহান ইপ্তি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা