• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় পুশকৃত ৮৭৪ কেজি চিংড়ি জব্দ

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

খুলনার রূপসায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ৩ ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পুশকৃত ৮৭৪ কেজি চিংড়ি জব্দ ও হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাত একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার আইন এবং মৎস্য ও মৎস্যপণ্য বিধিমালা অনুসারে অভিযুক্তদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।  

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ বাদরা গ্রামের সাগর (২৮), চিতলমারী উপজেলার আমিনুল শেখ (২৭) ও আজিজুর হাওলাদার (৩২)। 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ উপায়ে চিংড়ি প্রক্রিয়াজাত করছে। যা চিংড়ি সম্পদের সুনাম নষ্ট করছে। পরে জব্দকৃত চিংড়ি রূপসা উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা