• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে অরেঞ্জ ক্যাম্পেইন

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

খুলনার রূপসা উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আজ সকালে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, নারী নির্যাতন বিরোধী শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। অরেঞ্জ ক্যাম্পেইনের এবারের প্রতিপাদ্য “নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা”।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ ও নারী-পুরুষের সমতার ক্ষেত্রে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। বাল্যবিবাহের কারণেই পরবর্তীতে নারীর জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। এজন্য বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে সোচ্চার হওয়া প্রয়োজন। বক্তারা নারীদের আত্মবিশ্বাসী হয়ে পুরুষের পাশাপাশি সকল কাজে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেষ হয়। রূপসা উপজেলা পরিষদ এবং কার্যকর ও জবাবহিদিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প এসব অনুষ্ঠানের আয়োজন করে।
 

আজকের খুলনা
আজকের খুলনা