• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রূপসার সেনের বাজার স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

রূপসা উপজেলার সেনের বাজার স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ ২৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।

উপজেলার শীরগাতি গ্রামের রুহুল শেখের পুত্র ফরিদ শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার ধারা-১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৫০৬ দ:বি:।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই আনুমানিক পৌনে ১২ টার দিকে সেনের বাজার স্ট্যান্ডে গাড়ী চালানোকে কেন্দ্র করে দেয়াড়া গ্রামের মৃত ইমলাক ঢালীর পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে একটি গ্রুপ হামলা চালায়। এ সময় দু’ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন হতাহত হয়। ঘটনার পর জেলা পুলিশের এএসপি (সার্কেল) মোহাম্মদ বদিউজ্জামান ও রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন ও দূর্জনীমহল গ্রামের ছয়ফার শেখের পুত্র লেলিন শেখ (২৫)কে আটক করা হয়। আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

আজকের খুলনা
আজকের খুলনা