• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রুবেলের বিধ্বংসী বোলিংয়ের পর খুলনার লিড

আজকের খুলনা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজের জাত চেনালেন পেসার রুবেল হোসেন। প্রথম স্তরের পঞ্চম রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনে তার বিধ্বংসী বোলিংয়ে খুলনা বিভাগের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রাজশাহী বিভাগ। দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহীর চেয়ে তিন রানে এগিয়ে আছে খুলনা।

আজ সোমবার (১১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয় রাজশাহী। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে মাত্র ১২ ওভারের খেলা হয়েছে।

বিনা উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। রুবেলের বোলিং তোপে এদিন রাহশাহীর ব্যাটসম্যানরা সু্বিধা করতে পারেনি। মিজানুর রহমান ও সানজামুল ইসলাম ছাড়া কেউই রানের দেখা পাননি। ১৫১ রানে গুটিয়ে যায় রাজশাহীর প্রথম ইনিংস। মিজানুর ৪৩ ও সানজামুল ৪৮ রান করেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে রুবেল ৫১ রানে নেন ৭ উইকেট। এছাড়া আব্দুর রাজ্জাক ২টি ও জিয়াউর রহমান ১টি উইকেটে নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অমিত মজুমদার ও তুষার ইমরানের অর্ধ-শতকে দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। অমিত ৫৯ ও তুষার ৫৮ রান করে আউট হন। রাজশাহীর মোহর শেখ ও মুক্তার আলী ২টি করে উইকেট নেন।

আজকের খুলনা
আজকের খুলনা