• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রায়গঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

আজকের খুলনা

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

সিরাজগঞ্জের রায়গঞ্জে একখণ্ড জমির জন্য মাকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।  

আজ সকাল ১১টায় রায়গঞ্জ শেখ রাসেল স্মৃতি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামের মৃত দুলু মণ্ডলের স্ত্রী মোছা. চাণ্ডো বানু(৭০) তার একমাত্র ছেলে সুমন মণ্ডল(৩০) এর বিরুদ্ধে এ নির্যাতনের অভিযোগ করেন।

চাণ্ডো বানু বলেন, ‘ ৭/৮বছর আগে আমার স্বামী মারা যায়। এরপর থেকে ২০ শতক পুকুর ও ৯ শতক আবাদি জমি রেজিস্ট্রি দলিল করে নেওয়ার জন্য আমাকে দফায় দফায় শারীরিক নির্যাতন করে ছেলে। অত্যাচার-নির্যাতন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে ঐ জমি ছেলের নামে রেজিস্ট্রি করে দেই। আমার ৬ মেয়ের মধ্যে ৫ মেয়ের জমি মিথ্যা প্রলোভন দিয়ে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে তাদের অজান্তে রেজিস্ট্রি করে নেয়।

তিনি আরও বলেন, ‘আমার অবিবাহিত মেয়ে আঞ্জু খাতুন(৩২) এর জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য আমাকে ও তাকে নানা অযুহাতে মেরে রক্তাক্ত করে।’

তিনি জানান, এসব বিষয় নিয়ে এলাকার মাতব্বর ও ইউপি চেয়ারম্যানের নিকট জানালে তারা বিচারে যে রায় দেন তা অমান্য করে বাড়ি থেকে আমাকে ও আঞ্জুকে বের করে দেয়। অবশেষে আমি বাদী হয়ে ১৭/১০/১৯ তারিখে সংশ্লিষ্ট সলঙ্গা থানায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করি।

সংবাদ সম্মেলতে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আমার রেজিস্ট্রিকৃত জমি ফেরতসহ ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

আজকের খুলনা
আজকের খুলনা