• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রাজাপুরে ব্যবসায়ীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ঝালকাঠির রাজাপুরে ব্যবসায়ী জাহিদ হোসেন স্বপন সিকদারকে (৩৫) হত্যার পর তার লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বড়ইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদাখোলা গ্রামে নিখোঁজের দুইদিন পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্বপন দক্ষিণ আদাখোলা গ্রামের শহিদুল ইসলাম চাঁন মিয়া সিকদারের ছেলে এবং পুটিয়াখালী বাজারে মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপন সোমবার রাতে বাবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে তার নতুন বাড়ি ঘুমাতে আসেন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। পরের দিন মঙ্গলবার বাড়িতে খাবার খেতে না যাওয়ায় অনেক বার ফোন দেওয়া হলেও যখন ফোন রিসিভ করে না তখন তার পরিবারের লোকজন রাত ১১টার দিকে স্বপনের নতুন বাড়ি যায় এবং তার ঘরটির দরজা খোলা অবস্থায় দেখতে পান। এরপর ঘরে প্রবেশ করলে ঘরের লাইট ও ফ্যান চলন্ত অবস্থায় দেখে এবং স্বপনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশ খবর দেয়।

স্বপনের মামা আমিনুল ইসলাম জানান, স্বপন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। কারণ তার পা মাটিতেই ছিল। কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্বপন একাই ওই ঘরে থাকতো।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, প্রাথমিক সুরতহালে তার মৃত্যু ২৪ ঘন্টা আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আজকের খুলনা
আজকের খুলনা