• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

রণবীর-আলিয়ার আইফা জয়

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

বুধবার রাতে মুম্বাইয়ে বসেছিল আইফা অ্যাওয়ার্ডের ২০তম আসর। অনুষ্ঠানে ‘পদ্মাবত’ ছবির জন্য রণবীর সিং জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার আর ‘রাজি’ ছবির জন্য আলিয়া ভাট জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

জাতীয় পুরস্কার জয়ী ভিকি কৌশল ‘সঞ্জু’ ছবির জন্য সেরা সহও অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য দীপিকা, বরফির জন্য রণবীর কাপুর, থ্রি ইডিয়টস এর জন্য রাজকুমার হিরানি, অ্যায় দিল হ্যায় মুশকিল এর জন্য প্রীতম বিশেষ ক্যাটাগরি ‘২০ বছরের সেরা’তে পুরস্কার জিতে নিয়েছেন। এই ক্যাটাগরিতে সেরা ছবি হয়েছে কাহোনা প্যায়ার হ্যায়।

ভারতীয় সিনেমায় অবদানের জন্য ড্যান্স ও কোরিওগ্রাফি মাস্টার সরোজ খানকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন মাধুরী দীক্ষিত।

এক নজরে দেখে নিন কারা পুরস্কার জিতেছেন আইফা অ্যাওয়ার্ডে।

সেরা ছবি: রাজি
সেরা পরিচালক: শ্রীরাম রাঘবন (আন্ধাধুন)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)
সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অদিতি রাও হায়দানি (পদ্মাবত)
সেরা পার্শ্ব অভিনেতা: ভিকি কৌশল (সাঞ্জু)
সেরা নবাগত অভিনেতা: ইশান কাট্টার (ধড়ক)
সেরা নবাগত অভিনেত্রী: সারা আলী খান (কেদারনাথ)
সেরা গল্প: শ্রীরাম রাঘবন, পূজা লাধা, সুর্তি, অরিজিৎ বিশ্বাস, যোগেশ চান্ডেকার ও হেমান্ত রাও (আন্ধাধুন)
সেরা সংগীত পরিচালক: আমাল মালিক, গুরু রন্ধওয়া, রোচাক কোহলি, সৌরভ-বৈভব ও জ্যাক নাইট (সোনু কে টিটু কি সুইটি)
সেরা গানের কথা: অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)
সেরা প্লেব্যাক গায়িকা: হর্ষদ্বীপ কৌর ও বিভা সরফ (রাজি’র দিলবারো)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিত সিং (রাজি সিনেমার ওয়াতান)
ভারতীয় সিনেমায় বিশেষ অবদান: সরোজ খান ও জগদ্বীপ

আজকের খুলনা
আজকের খুলনা